ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিয়ের ২৭ বছর পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন বিল গেটস ও মেলিন্ডা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১০, ৪ মে ২০২১   আপডেট: ০৪:২৭, ৪ মে ২০২১
বিয়ের ২৭ বছর পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন বিল গেটস ও মেলিন্ডা

বিল ও মেলিন্ডা গেটস

বিয়ের ২৭ বছর পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বিল গেটস ও মেলিন্ডা। মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (৩ মে) তারা এই সিদ্ধান্ত নেন। তারা দুজন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে লিখেন, ‘আমরা দুজন আর বিশ্বাস করছি না যে আমরা একসঙ্গে আগাতে পারি। অনেক চিন্তাভাবনা আর সম্পর্কোয়ন্ননে চেষ্টা করার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি বিবাহ বিচ্ছেদের।’

মেলিন্ডা ১৯৮০ সালে বিল গেটসের প্রতিষ্ঠান মাইক্রোসফটে যোগ দিয়েছিলেন। সেবারই প্রথম তাদের সাক্ষাৎ হয়। এরপর ভালো লাগা। সেখান থেকে বিয়ে। যৌথ জীবনে তাদের ৩ সন্তান রয়েছে। তারা দুজন যৌথভাবে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচালনা করতেন। বিবাহ বিচ্ছেদ হলেও তারা বিশ্বাস করেন একসঙ্গে এই ফাউন্ডেশন চালিয়ে নিতে পারবেন।

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন সংক্রামক ব্যধি ও শিশুদের টিকাদান কর্মসূচির পেছনে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে। বর্তমানে এটি বিশ্বের সর্ববৃহৎ প্রাইভেট ফাউন্ডেশন।

বর্তমানে বিল গেটস বিশ্বের সেরা ধনীদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত তথ্য অনুযায়ী তার মোট সম্পত্তির পরিমাণ ১২৪ বিলিয়ন মার্কিন ডলার।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়