ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

উইঘুরদের ওপর কৃত্রিম বুদ্ধিমত্তা ক্যামেরার পরীক্ষা চালিয়েছে চীন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৭, ২৬ মে ২০২১  
উইঘুরদের ওপর কৃত্রিম বুদ্ধিমত্তা ক্যামেরার পরীক্ষা চালিয়েছে চীন

মানুষের চেহারায় ফুটে ওঠা আবেগ বুঝতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ক্যামেরার পরীক্ষা চালানো হয়েছে উইঘুর মুসলমানদের ওপর। শিনজিয়াংয়ের সংখ্যালঘু উইঘুরদের ওপর এই পরীক্ষা চালিয়েছে চীনা কর্তৃপক্ষ। মঙ্গলবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির কাছে দেওয়া সাক্ষাৎকারে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার দাবি করেছেন, শিনজিয়াংয়ের পুলিশ স্টেশনগুলিতে এ ধরনের ক্যামেরা বসানো হয়েছে।

লন্ডনে চীনা দূতাবাস এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেনি। তবে তারা জানিয়েছে, সব সংখ্যালঘু সম্প্রদায়ের রাজনৈতিক ও সামাজিক অধিকার নিশ্চিত করা হয়।

চীনের শিনজিয়াংয়ে এক কোটি ২০ লাখ উইঘুরের বাস। এদের অধিকাংশই মুসলিম। এই মুসলিমদের কড়া নজরদারির মধ্যে রাখে চীনা কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে, কারিগরি শিক্ষার নামে ১০ লাখের বেশি উইঘুরকে বন্দি শিবিরে আটক রাখা হয়েছে।

ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলেছেন, ‘গবেষণাগারে ইঁদুরদের ওপর যেভাবে পরীক্ষা চালানো হয়, সেভাবেই উইঘুরদের পরীক্ষার বস্তু বানিয়েছে চীনা সরকার।’ 

তিনি প্রদেশের পুলিশ স্টেশনগুলোকে ক্যামেরা বসানোর কাজ করেছে জানিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ইঞ্জিনিয়ার বলেন, ‘আমরা সাবজেক্টের ৩ মিটার দূরে ক্যামেরা স্থাপন করি। এটা অনেকটা মিথ্যা শনাক্তকারী যন্ত্রের মতো, তবে অনেক বেশি অগ্রসর প্রযুক্তি।’

পরীক্ষার সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হতো জানিয়ে তিনি বলেন, ‘ধাতব বস্তুর সঙ্গে আপনার হাত বেঁধে রাখা হবে এবং একইভাবে বাঁধা হবে গোড়ালি।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়