ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিধিনিষেধ শিথিল করছে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৪, ৮ আগস্ট ২০২১  
বিধিনিষেধ শিথিল করছে মালয়েশিয়া

করোনাভাইরাসের বিস্তার রোধে ঘোষিত বিধিনিষেধ শিথিল করছে মালয়েশিয়া। দুই টিকা পাওয়া আটটি রাজ্যে এই বিধিনিষেধ শিথিল করা হচ্ছে বলে রোববার দেশটির প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন জানিয়েছেন।

আগামী মঙ্গলবার থেকে এই বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। এর ফলে আটটি রাজ্যের কয়েক কোটি মানুষ আন্তঃজেলা পারাপার, মাঠে খেলাধুলা, রেস্তোরাঁয় যাতায়াতের সুযোগ পাচ্ছেন। 

আরো পড়ুন:

গত জুন থেকে লকডাউনের কারণে মালয়েশিয়ার হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এছাড়া বিভিন্ন রাজ্যে একেবারেই সীমিত পর্যায়ে রয়েছে বাসিন্দাদের যাতায়াত। অবশ্য মঙ্গলবার থেকে ধারাবাহিকভাবে অর্থনৈতিক খাতগুলো ধীরে ধীরে খুলে দেওয়া হবে বলে জানিয়েছে সরকার।

টেলিভিশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন বলেছেন, ‘অনেক মানুষ পূর্ণ টিকা নিচ্ছেন...জনস্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ কমে আসবে। পর্যায়ক্রমে আরও অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রগুলো খুলে দেওয়া হবে এবং আমরা এই মহামারি থেকে অনেক বেশি ধারাবাহিক ও নিরাপদ উপায়ে বের হয়ে আসবে।’

প্রতিদিন হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হওয়ায় রাজধানী কুয়ালামপুর ও বাণিজ্যিক কেন্দ্র সেলাঙ্গরে বিধিনিষেধ শিথিল করা হচ্ছে না। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়