ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জাতীয় পাঠ্যপুস্তকে শি জিনপিংয়ের মতাদর্শ যুক্ত করছে চীন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ২৫ আগস্ট ২০২১  
জাতীয় পাঠ্যপুস্তকে শি জিনপিংয়ের মতাদর্শ যুক্ত করছে চীন

জাতীয় পাঠ্যক্রমে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের রাজনৈতিক মতাদর্শ অন্তর্ভুক্ত করতে যাচ্ছে চীন। নতুন এক নির্দেশনায় দেশটির শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় বলেছে, ‘শি জিনপিংয়ের ভাবনা’ চীনের ‘কিশোর-কিশোরীদের মধ্যে মার্ক্সবাদী মতাদর্শ প্রতিষ্ঠায়’ সাহায্য করবে। প্রাথমিক স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত পাঠ্য থাকবে জিনপিংয়ের মতাদর্শ।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এর লক্ষ্য হচ্ছে, ‘সমাজতন্ত্রের নির্মাতা এবং উত্তরসূরীদের একটি সর্বাত্মক নৈতিক, বুদ্ধিবৃত্তিক, শারীরিক ও নান্দনিক ভিত্তি গড়ে তোলা।’

২০১৮ সালে চীনা কমিউনিস্ট পার্টি ‘শি জিনপিংয়ের ভাবনা’ সংবিধানে অন্তর্ভুক্ত করে। এর পর থেকে কিছু বিশ্ববিদ্যালয় ও স্কুলে এবং রাজনৈতিক দলের তরুণদের শাখায় পাঠক্রম বহির্ভূত কার্যক্রম হিসেবে জিনপিংয়ের মতাদর্শ পড়ানো হচ্ছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়