ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তালেবানের সঙ্গে আলোচনায় বসছে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৫, ২৫ আগস্ট ২০২১   আপডেট: ১৮:০৮, ২৫ আগস্ট ২০২১
তালেবানের সঙ্গে আলোচনায় বসছে জার্মানি

তালেবানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত জার্মানি। দেশটির দাবি, গত ২০ বছরের ‘অর্জনের সুরক্ষার’ জন্যই তারা তালেবানের সঙ্গে আলোচনায় বসবে। তবে তালেবানকে কোনো শর্তবিহীন চুক্তির প্রস্তাব দেওয়া হবে না বলে জানিয়েছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল।

বুধবার পার্লামেন্টে দেওয়া ভাষণে মের্কেল জানিয়েছেন, আফগানিস্তান থেকে সেনা সদস্য এবং জার্মানির সঙ্গে যেসব উন্নয়নকর্মী কাজ করেছে তাদের ফিরিয়ে আনার কাজ অব্যাহত থাকবে।  এছাড়া আফগানিস্তানের বাসিন্দা ও প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেওয়া আফগানদের মানবিক সহায়তা দানকারী জাতিসংঘের সংস্থাগুলোকে সমর্থন দিয়ে যাবে বার্লিন।

তালেবানদের আফগানিস্তান দখল ও সন্ত্রাসবাদ বৃদ্ধির ঝুঁকি প্রসঙ্গে মের্কেল বলেছেন, ‘নতুন এই বাস্তবতা তিক্ত, কিন্তু আমাদেরকে অবশ্যই এর সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। 

তিনি বলেন, ‘আফগান সেনারা কত দ্রুত তালেবানদের কাছে পরাজিত হবে অথবা এই ধরনের প্রতিরোধের চেষ্টাও করা হবে না সেই বিষয়টিকে আমরা একেবারেই অবমূল্যায়ণ করেছিলাম।’

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়