ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

জাতিসংঘকে দন্তহীন বললেন মহাসচিব গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৬, ১৯ সেপ্টেম্বর ২০২১  
জাতিসংঘকে দন্তহীন বললেন মহাসচিব গুতেরেস

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের আগেই সংস্থাটির তীব্র সমালোচনা করেছেন এর মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। তিনি বলেছেন, ‘আমাদের সংস্থাটির কোনো দাঁত নেই। নিরাপত্তা পরিষেদের মতো কখনও দাঁত থাকলেও, কামড়ে খাওয়ার মতো খুব বেশি ক্ষুধা নেই।’  

অধিবেশনের আগে ইউএন নিউজকে দেওয়া সাক্ষাতকারে গুতেরেস এসব কথা বলেছেন। দীর্ঘ সাক্ষাতকারে তিনি কোভিড-১৯ মহামারি থেকে শুরু করে লিঙ্গ অসমতা নিয়ে কথা বলেছেন।

বর্তমান বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে চাইলে বহুপাক্ষিকতা একমাত্র পথ কিনা জানতে চাইলে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘ আমাদের বিশ্বে কী ঘটছে দেখুন। একটি ভাইরাস বিশ্বকে পরাজিত করেছে। দেড় বছরের বেশি সময় পর সবকিছু শুরু হওয়ার পর এখনও ভাইরাস সবজায়গায় ছড়াচ্ছে। আমরা মানুষের জীবনে এর নাটকীয় প্রভাব দেখছি, নাটকীয়ভাবে অসমতা বেড়েছে, অর্থনীতি মারাত্মক বিপর্যয়কর পরিস্থিতিতে রয়েছে এবং অরক্ষিত জনগোষ্ঠী সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে।’

তিনি টিকা নিয়ে উন্নত বিশ্বের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, ‘বিশ্ব ঐক্যবদ্ধ হতে পারেনি এবং বৈশ্বিক টিকা পরিকল্পনা নির্ধারণ করতে পারেনি। 

টিকা বিতরণে অসমতা দূর করা না হলে কোনো দেশই নিরাপদ থাকবে না উল্লেখ করে গুতেরেস বলেন, ‘এক দিন দক্ষিণ থেকে উত্তরের কেউই নিরাপদ থাকবে না, এমনকি যেসব দেশ সবাইকে টিকা দিয়েছে তারাও না।’

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়