ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘বিশ্বে অবিশ্বাসের রোগ ছড়িয়ে পড়ছে’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১১, ২১ সেপ্টেম্বর ২০২১  
‘বিশ্বে অবিশ্বাসের রোগ ছড়িয়ে পড়ছে’

জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, ‘আমরা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছি। একইসময় আমাদের বিশ্বে আরেকটি রোগ ছড়িয়ে পড়ছে : অবিশ্বাসের রোগ।’ 

মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৬তম অধিবেশনের উদ্বোধনী ভাষণে তিনি এসব কথা বলেছেন।

গুতেরেস তার ভাষণে বলেছেন, আজ বহুপাক্ষিক ব্যবস্থা তার উপাদান ও সক্ষমতার ক্ষেত্রে একেবারেই সীমাবদ্ধ হয়ে পড়েছে, বিশ্বব্যাপী গণপণ্য ব্যবস্থাপনার কার্যকর নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয়।’

তিনি বলেছেন, ‘বিশ্বকে অবশ্যই ছয়টি বিভাজিত বিষয়ে কথা বলতে হবে : শান্তি, সম্পদ, লিঙ্গ, ডিজিটাল ও প্রজন্মগত।’

করোনা মহামারি ও জলবায়ু সংকট বিশ্বের বিভাজিত চিত্রটিকে সামনে তুলে এনেছে উল্লেখ করে তিনি বলেন, ‘কোভিড -১৯ ও জলবায়ু সংকট সমাজ ও গ্রহ হিসেবে একেবারেই ভঙ্গুরতা প্রকাশ করেছে। এরপরও এই মহাকাব্যিক চ্যালেঞ্জগুলোর মুখে নম্রতার পরিবর্তে, আমরা উদাসীনতা দেখতে পাই। সংহতির পথের পরিবর্তে, আমরা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছি। একইসময় আমাদের বিশ্বে আরেকটি রোগ ছড়িয়ে পড়ছে : অবিশ্বাসের রোগ।’

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আমি এখানে সতর্কবার্তা শোনাতে এসেছি : বিশ্বকে অবশ্যই জেগে উঠতে হবে। আমরা একটি অতল গহ্বরের কিনারায় আছি এবং ভুল পথে এগিয়ে যাচ্ছি।’

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়