ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

রাশিয়ায় বিস্ফোরক কারখানায় অগ্নিকাণ্ডে ১৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ২২ অক্টোবর ২০২১  
রাশিয়ায় বিস্ফোরক কারখানায় অগ্নিকাণ্ডে ১৫ জনের মৃত্যু

রাশিয়ায় একটি বিস্ফোরক তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৫ জনের মৃত্যু হয়েছে এবং এক জন নিখোঁজ রয়েছে। শুক্রবার মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, রায়াজান অঞ্চলে কারাখানাটি অবস্থিত। অগ্নিকাণ্ডে কারখানার ভেতরেই ১৫ জনের মৃত্যু হয়েছে।

এক বিবৃতিতে রায়াজান কর্তৃপক্ষ বলেছে, ‘এক ব্যক্তির ভাগ্যে কী ঘটেছে তা এখনও অজানা। গুরুতর দগ্ধ আরও এক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

রাশিয়ার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, প্রযুক্তিগত নিয়ম ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের কারণে অগ্নিকাণ্ড ঘটতে পারে। 

বিস্ফোরক তৈরির ওই কারখানাটি রুশ সরকারের একটি কৌশলগত কোম্পানি হিসেবে বিবেচনা করা হয়। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এটি বেসামরিক ও সামরিক খাতে উচ্চপ্রযুক্তিসম্পন্ন পণ্য সরবরাহ প্রতিষ্ঠান রোসটেকের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়