ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লেবাননের ওপর ক্ষেপেছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৭, ৩০ অক্টোবর ২০২১   আপডেট: ২১:৫৩, ৩০ অক্টোবর ২০২১
লেবাননের ওপর ক্ষেপেছে সৌদি

রিয়াদে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে সৌদি আরব। ‘অবমাননাকর’ মন্তব্য করায় তাকে ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে এক সাক্ষাৎকারে লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে ইয়েমেনে আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছিলেন। এতেই ক্ষেপেছে সৌদি আরব। 

শনিবার লেবানন থেকে আমদানি করা পণ্যের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। রিয়াদের পথ ধরে কুয়েত ও বাহরাইনও লেবাননের রাষ্ট্রদূতদের বহিষ্কার করেছে।

লেবানন সরকার অবশ্য বলেছে তথ্যমন্ত্রী জর্জ কোরদাহির মন্তব্য ব্যক্তিগত। এতে লেবানন সরকারের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়নি। সৌদি আরবকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে দেশটি।

সাত বছর ধরে সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।এতে দেশটির লাখ লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে, অনাহারে রয়েছে বিপুল সংখ্যক মানুষ। জাতিসংঘ জানিয়েছে, দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে মধ্যপ্রাচ্যের এই দরিদ্র দেশটি।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়