ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার শাস্তি ‘লেফট-রাইট’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৪, ২৯ ডিসেম্বর ২০২১  
স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার শাস্তি ‘লেফট-রাইট’

করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারের জারি করা বিধিনিষেধ লঙ্ঘন করায় চীনে চার ব্যক্তিকে শাস্তি হিসেবে জনসম্মুখে কুচকাওয়াজ করানো হয়েছে। বুধবার দেশটির সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

গুয়াজি নিউজ জানিয়েছে, মঙ্গলবার হ্যাজমেট স্যুট ও মাস্ক পরা চার ব্যক্তির হাতে তাদের ছবি ও নাম সম্বলিত প্ল্যাকার্ড ধরিয়ে দেওয়া হয়। পরে তাদের জিংজি শহরে জনসম্মুখে কুচকাওয়াজ করানো হয়। এসময় একেক ব্যক্তিকে দুপাশ থেকে ধরে রেখেছিল পুলিশ কর্মকর্তারা। 

সংবাদমাধ্যমটি জানিয়েছে, জিংজি শহরটি ভিয়েতনামের সীমান্তের কাছেই। মহামারির কারণে চীনের সীমান্তগুলো যখন বন্ধ তখন এই চার জন অবৈধ অভিবাসীদের দেশের ভেতরে ও বাইরে যাতায়াতের ব্যবস্থা করে দিত। 

স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে জনসম্মুখে লজ্জা দেওয়া হবে বলে গত আগস্টে সতর্ক করেছিল স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। এর অংশ হিসেবেই চার জনকে এ শাস্তি দেওয়া হয়। 
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়