ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ধর্ষণের সন্দেহে কনজারভেটিভ দলের এমপি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ১৮ মে ২০২২   আপডেট: ১৩:০৩, ১৮ মে ২০২২
ধর্ষণের সন্দেহে কনজারভেটিভ দলের এমপি গ্রেপ্তার

ধর্ষণের অভিযোগে যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির একজন আইনপ্রণেতাকে গ্রেপ্তার করা হয়েছে।  তবে গ্রেপ্তারকৃত ওই আইনপ্রণেতার নাম প্রকাশ করা হয়নি।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানায়, ২০০২ ও ২০০৯ সালে  অপরাধ সংঘটিত হয়।  এ নিয়ে একটি অভিযোগের ভিত্তিতে একজন ব্যক্তিকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

কনজারভেটিভ পার্টি জানায়, তদন্ত চলাকালে ওই এমপিকে পার্লামেন্টে উপস্থিত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন চিফ হুইপ।

গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তার এমপির বিরুদ্ধে সরকারি ক্ষমতার অপব্যবহারেরও অভিযোগও তোলা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি এমপি ছিলেন কিনা তা না জানালেও পুলিশের মুখপাত্র বলেন, ‘২০২০ সালের জানুয়ারিতে লন্ডন পুলিশ ২০০২ থেকে ২০০৯ সালে সংঘটিত যৌন নির্যাতনের বিষয়ে  একটি অভিযোগ পেয়েছিল। অপরাধগুলো লন্ডনে ঘটেছে বলে অভিযোগ রয়েছে।’

তিনি আরো বলেন, ‘যৌন নিপীড়ন, ধর্ষণ, সরকারি ক্ষমতার অপব্যবহার এবং সরকারি অফিসে অসদাচরণের সন্দেহভাজন হিসেবে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।’

চিফ হুইপের অফিস থেকে বলা হয়েছে, ‌ওই্ এমপিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পার্লামেন্টে যেতে নিষেধ করা হয়েছে।

মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়