ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জ্বালানি সঙ্কট: শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনীর গুলি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ১৯ জুন ২০২২   আপডেট: ১৬:২৭, ১৯ জুন ২০২২
জ্বালানি সঙ্কট: শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনীর গুলি

জ্বালানি স্টেশনে দাঙ্গা নিয়ন্ত্রণে গুলি চালিয়েছে শ্রীলঙ্কার সেনাবাহিনী। শনিবার রাতে কলম্বো থেকে ৩৬৫ কিলোমিটার উত্তরে ভিসুভামাডুতে এ ঘটনা ঘটে।

সেনা মুখপাত্র নীলান্ত প্রেমারত্নে জানিয়েছেন, জ্বালানি স্টেশনে পেট্রোল ও ডিজেল নিতে আসা লোকজন তাদের গার্ড পয়েন্টে পাথর ছুড়েছিল।

আরো পড়ুন:

বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘২০ থেকে ৩০ জনের একটি দল পাথর নিক্ষেপ করে এবং একটি সেনা ট্রাকের ক্ষতি করে।’

পুলিশ জানিয়েছে, ক্রমবর্ধমান অর্থনৈতিক সঙ্কটের কারণে সৃষ্ট অস্থিরতা নিয়ন্ত্রণে সেনাবাহিনী প্রথমবারের মতো গুলি চালালে চার বেসামরিক নাগরিক এবং তিনজন সেনা আহত হয়। পাম্পে পেট্রোল ফুরিয়ে যাওয়ায় গাড়িচালকরা প্রতিবাদ করতে শুরু করে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সঙ্কট মোকাবিলা করতে হচ্ছে শ্রীলঙ্কাকে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সঙ্কটের কারণে দেশটি জ্বালানি ও জরুরি পণ্য আমদানি করতে পারছে না।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়