ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পদত্যাগ করছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসে

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ১১ জুলাই ২০২২   আপডেট: ১৭:৩৫, ১১ জুলাই ২০২২
পদত্যাগ করছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসে

ফাইল ফটো

জনগণের দাবি ও বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। বুধবার (১৩ জুলাই) দেশটির পার্লামেন্টের স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র হস্তান্তর করবেন বলে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে।

সোমবার (১১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা আবেবর্ধন এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে পদত্যাগ করছেন। তিনি আগামী ১৩ জুলাই পদত্যাগ করবেন।

উল্লেখ্য, ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। বর্তমানে দেশটিতে বিদেশি মুদ্রার রিজার্ভ বলতে আর কিছুই নেই।

গভীর অর্থনৈতিক সংকটের মাঝে গত শনিবার শ্রীলঙ্কার হাজার হাজার মানুষ রাজধানী কলম্বোতে জড়ো হয়। পরে সেখান থেকে তারা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে এবং প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাসভবনে ঢুকে পড়েন।

পরে বিক্ষুব্ধ জনতা দাবি করেন, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তারা দখলে নেওয়া বাসভবন ছাড়বেন না। এর পরেই পদত্যাগের ঘোষণা দিলেন গোতাবায়া রাজাপাকসে।

কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়