ঢাকা     রোববার   ১০ ডিসেম্বর ২০২৩ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩০

ইরানের এক প্রদেশেই ৬০ নারীসহ গ্রেপ্তার সাত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৯, ২৪ সেপ্টেম্বর ২০২২  
ইরানের এক প্রদেশেই ৬০ নারীসহ গ্রেপ্তার সাত শতাধিক

গত আট দিন ধরে চলা বিক্ষোভে ইরানের পুলিশ একটি প্রদেশ থেকেই সাত শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। দেশটির গুইলান প্রদেশে এ ঘটনা ঘটেছে। শনিবার ইরানি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

গুইলান প্রদেশের পুলিশ প্রধান জেনারেল আজিজুল্লাহ মালেকি বলেছেন, ‘৬০ জন নারীসহ ৭৩৯ জন দাঙ্গাবাজকে গ্রেপ্তার করা হয়েছে।’

গত সপ্তাহে ইরানের কুর্দিস্তান থেকে রাজধানী তেহরানে আসা ২২ বছর বয়সী নারী মাশা আমিনিকে হিজাব আইন লংঘনের দায়ে গ্রেপ্তার করেছিল নীতি পুলিশ। পরে পুলিশি হেফাজতে মাশার মৃত্যু হয়। এর প্রতিবাদে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছে বলে ইরানের এক সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে।

শুক্রবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বরনা নামের একটি সংবাদমাধ্যম বলেছে, দেশে সাম্প্রতিক দাঙ্গায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে।’সরকারিভাবে এর আগে পাঁচজন নিরাপত্তা কর্মীসহ ১৭ জন নিহত হওয়ার খবর জানানো হয়েছিল।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়