ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেরা নতুন শব্দ ‘ব্যাচেলরস হ্যান্ডব্যাগ’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৭, ২৯ নভেম্বর ২০২২  
সেরা নতুন শব্দ ‘ব্যাচেলরস হ্যান্ডব্যাগ’

বছরের সেরা নতুন শব্দ হিসাবে অস্ট্রেলিয়ার জনগণের ভোটে সেরা নির্বাচিত হয়েছে ‘ব্যাচেলরস হ্যান্ডব্যাগ’। এর অর্থ হচ্ছে, প্লাস্টিকের ব্যাগে মুরগি ভাজা নেওয়া। ম্যাককোয়ারি অভিধান সংকলন কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

অস্ট্রেলিয়ার ইংরেজি অভিধানে এই শব্দটিকে কথ্য বিশেষ্য হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।

শব্দটির উৎস প্রসঙ্গে বলা হয়েছে, ‘প্রকৃত বিষয় হচ্ছে, এই জাতীয় মুরগির মাংস খাওয়ার জন্য পূর্ব প্রস্তুতির প্রস্তুতির প্রয়োজন হয় না, তাই এটি অবিবাহিত কিংবা ব্যক্তিদের পছন্দের একটি সহজ খাবার হিসাবে দেখা হয় এবং প্রায়ই হাতলসহ একটি ছোট প্লাস্টিকের ব্যাগে প্যাকেটজাত করা হয়, যা হ্যান্ডব্যাগের মতো।’

অনলাইন ভোটে শীর্ষে জায়গা করে নেওয়া এই শব্দগুচ্ছটি অস্ট্রেলিয়ার বাসিন্দাদের অপ্রচলিত শব্দের খেলা এবং মুরগির প্রতি ভালবাসার প্রকাশ। পুরো বিষয়টি ‘চুক’ নামেও পরিচিত।

ম্যাককুয়ারি অভিধানের ব্যবস্থাপনা সম্পাদক ভিক্টোরিয়া মরগান এএফপিকে বলেছেন, ‘আমাদের কাছে মোটামুটি প্রতিক্রিয়া ছিল যে কিছু মানুষ একে ব্যবসায়ীদের হ্যান্ডব্যাগ বা অবিবাহিতদের ব্রিফকেস বলে।’

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়