ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৮, ১৮ ডিসেম্বর ২০২২  
দুটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। রোববার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

একটি নতুন অস্ত্র ব্যবস্থার জন্য একটি কঠিন জ্বালানি মটরের সফল পরীক্ষার ঘোষণার কয়েকদিন পর এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া।

আরো পড়ুন:

কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা চলতি বছর তীব্রভাবে বেড়েছে। পিয়ংইয়ং গত মাসে সবচেয়ে উন্নত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণসহ বেশ কয়েকটি অস্ত্র পরীক্ষা চালিয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, তারা উত্তর পিয়ংগান প্রদেশের টংচাং-রি এলাকা থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

ক্ষেপণাস্ত্রগুলি স্থানীয় সময় বেলা ১১টা ১৩ মিনিট থেকে দুপুর ১২টা ০৫ মিনিট পর্যন্ত পূর্ব সাগরে নিক্ষেপ করা হয়েছিল। এ জাপান সাগর নামেও পরিচিত।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৫০০ কিলোমিটার উড়েছিল এবং প্রায় ৫৫০ কিলোমিটার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছিল।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়