৭২ আরোহী নিয়ে নেপালে বিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১২:২২, ১৫ জানুয়ারি ২০২৩
আপডেট: ১২:৪৬, ১৫ জানুয়ারি ২০২৩

ছবি: কাঠমান্ডু পোস্ট
নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশে ছেড়ে যাওয়া একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনাকবলিত বিমানটিতে ৭২ যাত্রী ছিলেন। রোববার (১৫ জানুয়ারি) কাঠমান্ডু পোস্ট এ খবর নিশ্চিত করেছে।
কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়, ইয়েতি এয়ারলাইন্স দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। বিমানটিতে ৬৮ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন।
ইয়েতি এয়ারলাইন্সের একজন মুখপাত্র সুদর্শন বারতৌলা এএফপিকে বলেন, কেউ বেঁচে আছে কিনা আমার সে সম্পর্কে কিছু জানি না। বিধ্বস্ত বিমানটি উদ্ধার করতে রওয়া দিয়েছেন উদ্ধারকর্মীরা।
/সাইফ/
আরো পড়ুন