নেপালে ৫.৯ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২১:৩৩, ২৪ জানুয়ারি ২০২৩
আপডেট: ২২:০১, ২৪ জানুয়ারি ২০২৩

নেপালে ভূমিকম্পে অন্তত এক জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে দেশটিতে ৫ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়।
কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, হিমালি গ্রামীণ পৌরসভার বিছায়ানে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল।
জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের প্রধান লোক বিজয়া অধিকারী জানিয়েছেন, ভূমিকম্পটি দুপুর ২টা ৪৩ মিনিটে রেকর্ড করা হয়েছিল।
বাজুরা জেলা পুলিশ অফিসের প্রধান সূর্য বাহাদুর থাপা জানান, বাজুরার গাউমুল পল্লী পৌরসভা-২ এর যমুনা রোকায়া নামের এক নারী বোল্ডারের আঘাতে মারা যান। ভূমিকম্পে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঢাকা/শাহেদ
আরো পড়ুন