সমর্থকদের দিকে পাথর ছুঁড়লেন মন্ত্রী
নিজের দলের সমর্থকদের লক্ষ্য করে পাথর ছুঁড়েছেন তামিলনাড়ুর ক্ষমতাসীন ডিএমকে দলের নেতা এবং রাজ্য সরকারের দুগ্ধ ও দুগ্ধ উন্নয়ন মন্ত্রী এসএম নাসার। তার বসার জন্য একটি চেয়ার আনতে দেরি হওয়ায় দলের কর্মীদের দিকে নাসার পাথর ছুঁড়েছেন বলে মঙ্গলবার জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।
এএনআই তাদের টুইটার অ্যাকাউন্টে এই ঘটনার একটি ভিডিও পোস্ট করেছে। এতে বলা হয়, ঘটনাটি ঘটেছে তিরুভাল্লুর জেলায়।
ভিডিওতে দেখা গেছে, বিরক্ত মন্ত্রী মাটি থেকে একটি পাথর তুলে দলীয় কর্মীদের দিকে ছুঁড়ে মারছেন। এমনকি চেয়ার পেতে এত সময় নেওয়ায় তাকে চিৎকার করতেও দেখা যায়। এই সময় নাসারের পিছনে দাঁড়িয়ে থাকা কয়েকজনকেও হাসতে দেখা যায়।
কর্মীদের অসম্মান করার জন্য ডিএমকে মন্ত্রীর নিন্দা জানিয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি।
তামিলনাড়ুর বিজেপির প্রধান কে. আন্নামালাই টুইটারে লিখেছেন, ‘ভারতের ইতিহাসে, কেউ কি একজন সরকারী মন্ত্রীকে মানুষের দিকে পাথর ছুঁড়তে দেখেছেন? ডিএমকে সরকারের মন্ত্রী থিরু আভাদি নাসার এই দৃশ্য দেখালেন। হতাশার মধ্যে মানুষের দিকে পাথর নিক্ষেপ করা। কোনও শালীনতা নেই, মানুষের সাথে ক্রীতদাসের মতো আচরণ করা উচিত নয়! এটাই আপনাদের ডিএমকে।’
ঢাকা/শাহেদ