ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সাবমেরিন বহর তৈরি করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ১৪ মার্চ ২০২৩  
সাবমেরিন বহর তৈরি করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

পারমাণবিক শক্তি চালিত সাবমেরিনের একটি বহর তৈরির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। ওই পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে বিবিসি।

সোমবার ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে চুক্তির বিস্তারিত প্রকাশ করেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নেতারা। ‘অকাস’ নামের ওই চুক্তি অনুযায়ী, প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া তিনটি পারমাণবিক সাবমেরিন পাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে।

তিন দেশের এই জোট সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সাবমেরিনের যে নতুন বহন তৈরি করবে তাতে যুক্তরাজ্যের রোলস রয়েসের বানানো পারমাণবিক রিয়্যাক্টরও ব্যবহার করা হবে।

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলা করাই হচ্ছে এই জোটের উদ্দেশ্যে। তাই স্বাভাবিকভাবেই এই সাবমেরিন বহর তৈরির ঘোষণার তীব্র সমালোচনা করেছে বেইজিং।

মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, তিনটি দেশ ‘আরও ভুল আরও বিপজ্জনক পথে হাঁটছে।’

চীনের জাতিসংঘ মিশন অভিযোগ করেছে, পশ্চিমারা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ প্রচেষ্টাকে পিছিয়ে দিচ্ছে।

তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এসব সাবমেরিনে পারমাণবিক অস্ত্র থাকবে না। এছাড়া অস্ট্রেলিয়া পরমাণু অস্ত্র মুক্ত থাকার যে অঙ্গীকার করেছে, তারও কোনও বিচ্যুতি ঘটবে না।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ