ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইমরান খানের গ্রেপ্তারি পরোয়ানা বাতিল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৪, ১৮ মার্চ ২০২৩  
ইমরান খানের গ্রেপ্তারি পরোয়ানা বাতিল

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করেছে নিম্ন আদালত। শনিবার অতিরিক্ত জেলা ও সেশনস জজ (এডিএসজে) জাফর ইকবাল এ পরোয়ানা বাতিলের আদেশ দেন বলে জানিয়েছে ডন অনলাইন।

শনিবার তোশখানা মামলায় হাজিরা দিতে আদালতে যান ইমরান খান। এসময় ইমরান সমর্থকদের আদালতে প্রবেশে বাধা দেয়া পুলিশ। এক পর্যায়ে পুলিশ ও পিটিআই কর্মীদের সংঘর্ষ বেঁধে যায়। এতে দীর্ঘ সময় আদালতের বাইরে থাকতে হয় ইমরান খানকে। শেষ পর্যন্ত আদালত প্রাঙ্গন থেকে হাজিরাপত্রে ইমরানের স্বাক্ষর নেওয়া হয়। বিশৃঙ্খল পরিস্থিতির কারণে আদালত ইমরানকে ফিরে যাওয়ার অনুমতি দেয়। ৩০ মার্চ পর্যন্ত আদালত শুনানি স্থগিত করেছে।

ডন অনলাইন জানিয়েছে, ইমরান সমর্থকদের ছোড়া পাথর এবং তাদের ছত্রভঙ্গ করতে পুলিশের ছোড়া টিয়ার গ্যাসের কারণে আদালতের অভ্যন্তরে থাকা লোকজনকে সমস্যায় পড়তে হয়।

প্রসঙ্গত, তোশাখানা মামলায় গত সপ্তাহে ইসলামাবাদের একটি দায়রা আদালত ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মামলার শুনানিতে টানা অবিরাম অনুপস্থিতির কারণে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়