ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ধূমপানের জন্য ১৪ বছরে ৪৫০০ বার বিরতি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০০, ২৯ মার্চ ২০২৩   আপডেট: ২২:২২, ২৯ মার্চ ২০২৩
ধূমপানের জন্য ১৪ বছরে ৪৫০০ বার বিরতি

জাপানের একসরকারি কর্মচারী গত ১৪ বছরে অফিস চলাকালে চার হাজার ৫০০ বার ধূমপানের জন্য বিরতি নিয়েছিলেন। কাজের সময় সিগারেট জ্বালানোর জন্য তাকে প্রায় ১১ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।

দ্য স্ট্রেইটস টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ওসাকা নগর কর্তৃপক্ষ অর্থ দপ্তরের ৬১ বছর বয়সী এক কর্মচারী ও তার দুই সহকর্মীকে বারবার সতর্কতা সত্ত্বেও অফিস চলাকালে ধূমপানের শাস্তি হিসেবে ছয় মাসের জন্য ১০ শতাংশ বেতন কমিয়ে দিয়েছে।

২০২২ সালের সেপ্টেম্বরে মানবসম্পদ অফিস গোপন সূত্রে খবর পায়, তাদের তিন কর্মচারী গোপনে ধূমপান করনে। তিন জনকে তাদের তত্ত্বাবধায়ক ডেকে সতর্ক করে দিয়ে বলেছিল, তারা আবার ধূমপানে ধরা পড়লে শাস্তি ভোগ করতে হবে। তবে ওই তিনজনই ধূমপান অব্যাহত রেখেছিলেন এবং ২০২২ সালের ডিসেম্বরে ফের তাদের ডাকা হয়।

এই তিন জনের মধ্যে ৬১ বছর বয়সী পরিচালক পদের কর্মচারীকে স্থানীয় পাবলিক সার্ভিস আইনের অধীনে ‘নিষ্ঠার দায়িত্ব’ লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করা হয়। শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তার বেতন কমিয়ে দেওয়া হয়। একইসঙ্গে বেতন হিসেবে পাওয়া ১০ লাখ ৪৪ হাজার ইয়েন (জাপানি মুদ্রা) ফেরত দিতে বলা হয়।

ওসাকা প্রশাসন জানিয়েছে, ওই কর্মচারী অফিস চলাকালে তার কর্মজীবনের ৩৫৫ ঘণ্টা ১৯ মিনিট ধূমপান করেছে।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়