ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতে পুজা দিতে গিয়ে কুয়ার ছাদ ধসে ১৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৩, ৩০ মার্চ ২০২৩   আপডেট: ১৯:০৫, ৩০ মার্চ ২০২৩
ভারতে পুজা দিতে গিয়ে কুয়ার ছাদ ধসে ১৩ জনের মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশে রামনবমী উপলক্ষে পুজা দিতে গিয়ে কুয়ার ছাদ ধসে ৫০ ফুট নীচে পড়ে ১৩ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ইনদওরের শ্রী বালেশ্বর মন্দিরে এ ঘটনা ঘটেছে।

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রজানিয়েছেন, এই ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। ১১ জনের দেহ উদ্ধার হয়েছে। তাদের মধ্যে ১০ জন মহিলা এবং এক জন পুরুষ রয়েছেন। ১৯ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কুয়াতে এখনও অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আরো পড়ুন:

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে শ্রী বালেশ্বর মন্দিরে কয়েকশ পুণ্যার্থী হাজির হয়েছিলেন। পুজা চলাকালীন বেশ কিছু পুণ্যার্থী মন্দিরের ভিতরেই একটি কুয়ার ছাদে উঠে পড়েন। কুয়াটি বহু পুরনো। এর মুখ কংক্রিটের ছাউনি দিয়ে ঢেকেও দেওয়া হয়েছিল। সেই ছাউনির উপর উঠতেই এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কংক্রিটের চাঙড়ের নীচে বেশি কিছু লোক চাপা পড়ে রয়েছেন। তাদের দ্রুত উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ, দমকল এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়