ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৭ বছর ধরে শুধু কোমল পানীয় খেয়ে বেঁচে আছেন বৃদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪১, ১৯ মে ২০২৩   আপডেট: ১১:৩৭, ১৯ মে ২০২৩
১৭ বছর ধরে শুধু কোমল পানীয় খেয়ে বেঁচে আছেন বৃদ্ধ

খিদে পেলেই শুধু কোমল পানীয় খান গোলারেজা। ছবি: সংগৃহীত

জল, খাবার ছাড়া বেঁচে আছেন, এমন মানুষ খুঁজে মেলা ভার। কিন্তু সম্প্রতি এক বৃদ্ধ দাবি করেছেন, তিনি নাকি ১৭ বছর ধরে কোনও খাবার এবং পানি খাননি। বৃদ্ধের এমন অদ্ভুত দাবি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে।

বৃদ্ধের নাম গোলারেজা আর্দেশিরি। তিনি ইরানের বাসিন্দা। গোলারেজার দাবি, তার নাকি খিদে পায় না। যখন খুব ক্লান্ত বোধ করেন, তখন শক্তি অর্জনের জন্য শুধু কোমল পানীয় খান। আর সেটাই নাকি তার খাদ্য এবং পানীয় দুটোরই কাজ করে।

আরো পড়ুন:

গোলারেজা ফাইবারগ্লাস মেরামত করেন। তার দাবি, ২০০৬ সালের জুন থেকে খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‌‘আমার সব সময় একটা অদ্ভুত অনুভূতি হয়। সব সময় মনে হয় মুখের ভিতর চুলজাতীয় কিছু রয়েছে। যে চুলের শেষ প্রান্ত আমার পাকস্থলীতে গিয়ে ঠেকেছে। কোনও ভাবেই সেটিকে বার করা যাচ্ছে না।’

গোলারেজার দাবি, চিকিৎসকরাও তার এই রোগটিকে ধরতে পারেননি। আর যে কারণেই তার নাকি খাবারের প্রতি অনীহা। খিদেই পায় না। তার বাড়ির লোকেরা গোলারেজা সামনে খেতে বসেন না। খাবার দেখলেই বমি হয় গোলারেজার।

তার আরও দাবি, রাতে তিনি চার ঘণ্টা ঘুমান। আর দিনে ৩ লিটার কোমল পানীয় খান।

সূত্র: আনন্দবাজার

/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়