পাকিস্তানে খনিতে সন্ত্রাসী হামলায় নিহত ৬

উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি প্রাকৃতিক গ্যাস ও তেল উত্তোলন কেন্দ্রে হামলা চালিয়ে চার পুলিশ এবং দুই ব্যক্তিগত রক্ষী নিহত হয়েছে। সন্ত্রাসী হামলায় তারা নিহত হয়েছে বলে মঙ্গলবার পুলিশ জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা ইরফান খান বলেন, আফগান সীমান্তের কাছে হাঙ্গু জেলায় এমওএল পাকিস্তান তেল ও গ্যাস কোম্পানির একটি কারখানায় ৫০ জন জঙ্গির হামলা হয়েছিল। কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
পুলিশ জানিয়েছে, জঙ্গিরা রকেট চালিত গ্রেনেডসহ ভারী অস্ত্র দিয়ে দুটি কূপ লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ইরফান খান জানান, এম-৮ কূপের নিরাপত্তারক্ষীরা সন্ত্রাসীদের আক্রমণ প্রতিহত করেছে কিন্তু এম-১০ কূপে হতাহতের ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, জঙ্গিরা পার্শ্ববর্তী উত্তর ওয়াজিরিস্তানে পালিয়ে যাওয়ার আগে গ্যাস পাওয়ার প্ল্যান্টের একটি সৌর বিদ্যুৎ কেন্দ্রও ক্ষতিগ্রস্ত করেছে।
ঢাকা/শাহেদ
আরো পড়ুন