ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাখমুতের লড়াইয়ে ২০ হাজারের বেশি রুশ ভাড়াটে সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৮, ২৪ মে ২০২৩   আপডেট: ২১:৫২, ২৪ মে ২০২৩
বাখমুতের লড়াইয়ে ২০ হাজারের বেশি রুশ ভাড়াটে সেনা নিহত

রাশিয়ার ভাড়াটে সেনাদের দল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন জানিয়েছেন, ইউক্রেনের বাখমুত দখল করতে গিয়ে তার দলের ২০ হাজারেরও বেশি যোদ্ধা নিহত হয়েছে।

ক্রেমলিনপন্থী রাজনৈতিক কৌশলবিদ কনস্ট্যান্টিন ডলগভকে মঙ্গলবার রাতে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিভিন্ন অপরাধে দণ্ডিত ৫০ হাজার রুশকে ওয়াগনার গ্রুপের সঙ্গে যুক্ত করা হয়েছিল। বাখমুতের লড়াইয়ে এদের ২০ শতাংশ নিহত হয়েছে বলেও জানিয়েছেন ওয়াগনার প্রধান।

প্রিগোজিন জানিয়েছেন, ক্রেমলিনের বাহিনী যুদ্ধের সময় বেসামরিক লোকদের হত্যা করেছে।

ওয়াগনারের প্রধান জানান, পশ্চিমা সমর্থন অব্যাহত থাকায় আগামী সপ্তাহগুলোতে কিয়েভের সম্ভাব্য পাল্টা আক্রমণ রাশিয়ার বাহিনীকে দক্ষিণ ও পূর্ব ইউক্রেন এবং সেইসাথে সংযুক্ত ক্রিমিয়ার দিকে থেকে ঠেলে দিতে পারে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়