ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনা মহামারিতে শেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গদের জরিমানার হার ছিল ৩ গুণ বেশি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪০, ৩১ মে ২০২৩   আপডেট: ২২:৪১, ৩১ মে ২০২৩
করোনা মহামারিতে শেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গদের জরিমানার হার ছিল ৩ গুণ বেশি

করোনা মহামারির সময় যুক্তরাজ্যে শেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গদের তিনগুণ বেশি এবং দরিদ্রতম অঞ্চলে সাত গুণ বেশি জরিমানা করা হয়েছে। ব্রিটেনের পুলিশ প্রধানদের জন্য কমিশন করা গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইংল্যান্ড এবং ওয়েলসে পরিচালিত গবেষণায় প্রতিটি ক্ষেত্রে জাতিগত বৈষম্যের চিত্র দেখা গেছে। একটি এলাকায় সংখ্যালঘু জনগোষ্ঠীর জরিমানা হওয়ার সম্ভাবনা আট গুণ বেশি ছিল। এটি পুলিশের ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে জাতিগত বৈষম্যের আরও প্রমাণ উপস্থাপন করে। তবে ব্রিটিশ সরকারের মতোই পুলিশ বাহিনীও অস্বীকার করে যে, তারা প্রাতিষ্ঠানিকভাবে বর্ণবাদী।

প্রতিবেদনটি কমিশন করেছে ন্যাশনাল পুলিশ চিফস কাউন্সিল এবং এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদরা এটি পরিচালনা করেছেন। কাকে জরিমানা করা হয়েছে এবং পুলিশ কীভাবে জরুরী ক্ষমতা ব্যবহার করেছে এবং সম্প্রদায় বিশেষে সেই ক্ষমতা কীভাবে বহুবার পরিবর্তিত হয়েছে তার সবচেয়ে বিশদ বিশ্লেষণ পাওয়া গেছে প্রতিবেদনে।

সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনকে মহামারির সময় করোনার বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে এখনও জরিমানা করা হয়নি। তবে গত সপ্তাহে পুলিশ  ফিক্সড-পেনাল্টি নোটিশ-এফপিএন (ফি এর বিনিময়ে ফৌজদারি অপরাধের জন্য বিচার থেকে মুক্ত হওয়া) দেওয়া যেতে পারে বলে জানিয়েছে।

গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, ২০২০ সালের ২৭ মার্চ ২০২১ সালের ৩১ মে পর্যন্ত এক লাখ ২২ হাজার ৫০৬ জনকে জরিমানা করা হয়েছে। ইংল্যান্ডে নৃতাত্ত্বিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ শ্বেতাঙ্গদের তুলনায় গড়ে দ্বিগুণেরও বেশি জরিমানা দিয়েছে। কৃষ্ণাঙ্গদের জন্য এই হার ৩ দশমিক ২ গুণ বেশি ছিল। 


 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়