ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ইমরান খানের দলের চেয়ারম্যান গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১০, ১ জুন ২০২৩   আপডেট: ২০:১৪, ১ জুন ২০২৩
ইমরান খানের দলের চেয়ারম্যান গ্রেপ্তার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রেসিডেন্ট চৌধুরী পারভেজ এলাহিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার লাহোরে নিজের বাসভবন থেকে গ্রেপ্তার হন এলাহি। খবর ডন অনলাইনের।

এলাহির মুখপাত্র ইকবাল চৌধুরী জানিয়েছেন, পিটিআই চেয়ারম্যান যখন বাড়ি থেকে বের হচ্ছিলেন তখনই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় এলাহির বাড়ির নারীদের সঙ্গে পুলিশ দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ করেন ইকবাল চৌধুরী।

৯ মে আদালত প্রাঙ্গন থেকে গ্রেপ্তার করা হয় পিটিআই নেতা ইমরান খানকে। ওই ঘটনার প্রতিবাদে পিটিআইয়ের নেতাকর্মীরা পাকিস্তানজুড়ে বিক্ষোভ ও ভাঙচুর। ১১ মে ইমরান খানকে মুক্তি দিলেও ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে পিটিআইয়ের শীর্ষ নেতাদের গ্রেপ্তার শুরু করে সরকার। পুলিশ পারভেজ এলাহির বাড়িতেও বেশ কয়েকবার হানা দিয়েছিল। তবে তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়