ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সামরিক আদালতে আমার বিচারের মঞ্চ হচ্ছে: ইমরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪১, ৯ জুন ২০২৩   আপডেট: ১৯:৪৩, ৯ জুন ২০২৩
সামরিক আদালতে আমার বিচারের মঞ্চ হচ্ছে: ইমরান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, দেশের সবচেয়ে শক্তিশালী বাহিনী তার ‘কোর্ট মার্শালের জন্য জন্য মঞ্চ’ তৈরি করেছে। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি কথা বলেছেন।

৯ মে ইমরান খানকে আদালত চত্ত্বর থেকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী। এর প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ ও মিছিল করে তার সমর্থকরা। ওই সময় সেনানিবাসেও হামলার ঘটনা ঘটে। এই হামলার জন্য ইমরান খান ও তার দলের নেতাদের দোষারোপ করে সেনাবাহিনী। হামলার ‘মাস্টারমাইন্ড ও পরিকল্পনাকারীদের’ সামরিক আদালতে বিচার করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

আরো পড়ুন:

বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) কয়েকটি মামলার জামিন শুনানির জন্য হাজির হয়েছিলেন ইমরান খান।

পাকিস্তান তেহরিক ই ইনসাফের নেতা জানান, সামরিক আদালতে বিচার হবে এটা তিনি জানেন। তবে সামরিক আদালতে বেসামরিক ব্যক্তির বিচার পাকিস্তানে ‘গণতন্ত্রের অবসান’ এবং ‘ন্যায়বিচারের অবসান’। সামরিক আদালতে বিচার বেআইনি হবে।

তিনি বলেন, ‘তারা জানত যে আমার বিরুদ্ধে করা দেড় শতাধিক মামলা ভিত্তিহীন এবং এই ভুয়া মামলাগুলিতে আমার দোষী সাব্যস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই, তারা সামরিক আদালতে আমার বিচার করার সিদ্ধান্ত নিয়েছে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়