ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

পোল্যান্ডে বিমান বিধ্বস্ত, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ১৮ জুলাই ২০২৩  
পোল্যান্ডে বিমান বিধ্বস্ত, নিহত ৫

ছবি: সংগৃহীত

পোল্যান্ডে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির রাজধানী ওয়ারসয়ের কাছে একটি এয়ারফিল্ডের হ্যাঙ্গারে বিমানটি বিধ্বস্ত হয়। এতে ৫ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবিসির খবরে বলা হয়, দেশটির স্বাস্থ্যমন্ত্রী অ্যাডাম নিয়েডজিয়েলস্কি বলেন, স্থানীয় সময় সোমবারের ওই দুর্ঘটনায় ৫জন নিহত হয়েছে। এছাড়া কমপক্ষে আরও ৭জন আহত হয়েছে।

দমকল বাহিনীর বরাত দিয়ে পোলিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লোকজন খারাপ আবহাওয়া থেকে বাঁচতে এয়ারফিল্ডের হ্যাঙ্গারে আশ্রয় নিয়েছিল। সে সময়ই ওই দুর্ঘটনা ঘটেছে।  কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে, বিষয়টি এখনো নিশ্চিত নয়। তবে দমকল বাহিনীর মুখপাত্র মোনিকা নোয়াকোয়াস্কা ব্রিন্দা বলেন, খারাপ আবহাওয়ার কারণে ওই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

/এসবি/  

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়