ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

সেই নার্সের আমৃত্যু কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৮, ২১ আগস্ট ২০২৩  
সেই নার্সের আমৃত্যু কারাদণ্ড

সাত শিশুকে হত্যা এবং আরও ছয়জনকে হত্যার চেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে ব্রিটিশ নাস লুসি লেটবিকে। সোমবার ম্যানচেস্টার ক্রাউন কোর্ট এ রায় দিয়েছে।

উত্তর ইংল্যান্ডের কাউন্টেস অব চেস্টার হাসপাতালের নবজাতক ইউনিটে নার্স হিসাবে কাজ করার সময় ৩৩ বছর বয়সী লুসি ২০১৫ থেকে ২০১৬ সালের শিশুদের হত্যা করেছিলেন। নবজাতকদের দুধ অতিরিক্ত খাইয়ে, দেহে ইনসুলিন প্রবেশ কিংবা ইনজেকশনে বাতাস দিয়ে তিনি শিশুদের হত্যা করেছিলেন।

ম্যানচেস্টার ক্রাউন কোর্টের বিচারপতি জাস্টিস গ্রস রায় ঘোষণার সময় লুসির উদ্দেশ্যে বলেছিলেন, ‘আপনি এমনভাবে কাজ করেছেন যা শিশুদের লালন-পালন এবং যত্ন নেওয়ার স্বাভাবিক মানবিক প্রবৃত্তির সম্পূর্ণ বিপরীত ছিল। আপনি ইচ্ছাকৃতভাবে হত্যা করার উদ্দেশ্যে তাদের ক্ষতি করেছেন। আপনার জবানবন্দীতে আপনি বলেছিলেন, একটি শিশুকে আঘাত করা সম্পূর্ণরূপে একজন নার্সের বিরুদ্ধে...।’

শিশুদের মৃত্যুর পরে ‘অযাচিত মন্তব্যসহ’ অন্যান্য অপরাধের হিসাব ধরে বিচারপতি গ্রস লুসিকে ‘প্রতিটি অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড’ দিয়েছে।

বিচারপতি বলেছেন, ‘আপনি আপনার বাকি জীবন কারাগারে কাটাবেন।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়