জাপানে প্রতি ১০ জনের মধ্যে ১ জনের বয়স ৮০ বছর
জাপানে প্রতি ১০ জনের মধ্যে একজনের বয়স এখন ৮০ বছর বা তার বেশি। দেশটির ১২ কোটি ৫০ লাখ মানুষের মধ্যে ২৯ দশমিক ১ শতাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি। দেশটির ইতিহাসে বিপুল সংখ্যক বয়স্ক জনগোষ্ঠীর রেকর্ড এটি।
জাপান বিশ্বের সর্বনিম্ন জন্মহারগুলোর মধ্যে একটি। কীভাবে তার বার্ধক্য জনসংখ্যার ব্যবস্থা করা যায় তা নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করছে টোকিও।
জাতিসংঘ জানিয়েছে, জাপানে বিশ্বের সবচেয়ে বয়স্ক জনসংখ্যা রয়েছে। বয়স্ক জনসংখ্যার এই হিসাব ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের অনুপাতে পরিমাপ করা হয়েছে। এই অনুপাত ইতালিতে ২৪ দশমিক ৫ শতাংশ এবং ফিনল্যান্ডে ২৩ দশমিক ৬ শতাংশ। বয়স্ক নাগরিকদের সংখ্যা বিবেচেনায় জাপানের পরেই এই দুই দেশের অবস্থান।
জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চ অনুসারে, জাপানে ২০৪০ সালের মধ্যে ৬৫ বছরের বেশি বয়সী জনসংখ্যার হার ৩৪ দশমিক ৮ শতাংশ। প্রধান অর্থনীতির দেশগুলোর মধ্যে জাপানে বয়স্ক কর্মসংস্থানের হার সর্বোচ্চ। দেশটিতে ৬৫ বা তার বেশি বয়সী শ্রমিকরা জাতীয় কর্মশক্তির ১৩ শতাংশের বেশি।
ঢাকা/শাহেদ