ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হিজাব না পরলে ১০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ২০ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৭:৫২, ২০ সেপ্টেম্বর ২০২৩
হিজাব না পরলে ১০ বছরের কারাদণ্ড

ইসলামিক পোষাক বিধি লঙ্ঘনকারী নারীদের শাস্তির বিধান কঠোর করে একটি বিল পাস করেছে ইরানের আইনপ্রণেতারা। নতুন আইনে পোশাক বিধি লঙ্ঘনের দায়ে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। বুধবার ইরানি বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থাটি জানিয়েছে,তিন বছর ট্রায়ালের জন্য ‘হিজাব সংস্কৃতির সমর্থন ও সতীত্ব’ বিল অনুমোদন করেছে পার্লামেন্ট। বিলটির এখনও গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন প্রয়োজন।

আরো পড়ুন:

গত বছর হিজাবের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করে ইরানি নারীরা। হিজাব না পরার অপরাধে ২২ বছরের কুর্দি তরুণী মাহসা আমিনি পুলিশ হেফাজতে মৃত্যুর পর এই বিক্ষোভ শুরু হয়। সরকার কঠোর হাতে ওই বিক্ষোভ দমন করে এবং রাষ্ট্রীয়ভাবে পোশাক বিধি প্রণয়নের ঘোষণা দেয়।

খসড়া আইনটিতে, ‘বিদেশি বা শত্রু সরকার, সংবাদমাধ্যম, গোষ্ঠী বা সংস্থার সহযোগিতায়’ হিজাব বা উপযুক্ত পোশাক পরতে ব্যর্থ হলে নারীদের পাঁচ থেকে ১০ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর প্রজাতন্ত্রের প্রথম বছর থেকে ইরানে নারীদের জন্য মাথা ও ঘাড় ঢেকে রাখা বাধ্যতামূলক করা হয়েছিল।

কর্তৃপক্ষ এবং টহল পুলিশ সাম্প্রতিক মাসগুলিতে পোষাক বিধি পালন করতে ব্যর্থ নারী এবং ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা জোরদার করেছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়