ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিমান থেকে নামিয়ে আনা হলো ২৪ ভিক্ষুককে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৯, ১ অক্টোবর ২০২৩  
বিমান থেকে নামিয়ে আনা হলো ২৪ ভিক্ষুককে

সৌদি আরবের উদ্দেশে যাওয়া দুটি বিমান থেকে ২৪ ভিক্ষুককে নামিয়ে এনেছে পাকিস্তানি কর্তৃপক্ষ। পাঞ্জাব প্রদেশের মুলতান বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে বলে রোববার জানিয়েছে ডন অনলাইন।

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) এক বিবৃতিতে জানিয়েছে, এর সবাই ওমরাহ ভিসা ব্যবহার করে ‘ভিক্ষার উদ্দেশে’ সৌদি আরব যাচ্ছিল। এদের মধ্যে আট জনকে শনিবার রাতে মুলতান বিমানবন্দরে সৌদিগামী বিমান থেকে নামিয়ে আনা হয়। তারা এক এজেন্টের মাধ্যমে ভিসার ব্যবস্থা করেছিল।

আরো পড়ুন:

বিবৃতিতে বলা হয়েছে, ‘তারা বলেছিল যে তারা সেখানে ভিক্ষা করবে এবং ভিক্ষা হিসাবে প্রাপ্ত অর্থের অর্ধেক সাব-এজেন্টের কাছে হস্তান্তর করবে।’

এর দুদিন আগে একই বিমানবন্দরে সৌদিগামী বিমান থেকে নামিয়ে আনা হয়েছিল ১৬ ভিক্ষুককে। এদের মধ্যে ১১ জন নারী, চার জন পুরুষ এবং এক শিশু ছিল। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, ভিক্ষা হিসাবে পাওয়া সারা জীবনের সঞ্চয় তারা একটি ভ্রমণ সংস্থার এজেন্টকে দিয়েছিলেন। সেই এজেন্টই তাদের ভিসার বন্দোবস্ত করে দেন।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়