ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হামাসের সাথে সম্পর্ক বজায় রাখার ঘোষণা মালয়েশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ৮ নভেম্বর ২০২৩  
হামাসের সাথে সম্পর্ক বজায় রাখার ঘোষণা মালয়েশিয়ার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাফ জানিয়েছেন, তার দেশ হামাসের সাথে সম্পর্ক বজায় রাখবে এবং ফিলিস্তিনি এই দলটির বিরুদ্ধে শাস্তিমূলক কোনো পদক্ষেপ নেবে না।

মঙ্গলবার পার্লামেন্টে প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ানদের উচিত ফিলিস্তিনিদের ‘সর্বসম্মতভাবে সমর্থন’ করা।

আরো পড়ুন:

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদের বিদেশী সমর্থকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এ বিষয়ে পার্লামেন্টে বিরোধী দলের এক জন আইনপ্রণেতা আনোয়ার ইব্রাহিমের কাছে মালয়েশিয়ার অবস্থান সম্পর্কে জানতে চান।

জবাবে আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আমি এটি সহ কোনো হুমকিকে গ্রাহ্য করব না... এই পদক্ষেপটি একতরফা এবং বৈধ নয়, কারণ আমরা জাতিসংঘের সদস্য হিসাবে শুধুমাত্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তকে স্বীকৃতি দেই।’

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের পক্ষে নিজেদের অবস্থান ব্যক্ত করে আসছে। তারা ইসরায়েলকে কূটনৈতিকভাবে স্বীকৃতি দেয় না। মালয়েশিয়া সাফ জানিয়েছে, ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য পৃথক রাষ্ট্র বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এই জাতীয় স্বীকৃতি দেওয়া হবে না। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়