ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্যারাগুয়েতে বিমান বিধ্বস্ত, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৫, ৩ ডিসেম্বর ২০২৩  
প্যারাগুয়েতে বিমান বিধ্বস্ত, নিহত ৪

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে বিমান বিধ্বস্ত হয়ে দেশটির একজন আইনপ্রণেতাসহ ৪ জন নিহত হয়েছেন। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

পুলিশ রিপোর্ট অনুযায়ী, শনিবার এ দুর্ঘটনা ঘটেছে।  বিমানটি আসানসিয়ন থেকে প্রায় ১৮০ কিলোমিটার (১১২ মাইল) দূরে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এতে ক্ষমতাসীন কলোরাডো দলের আইনপ্রণেতা ওয়াল্টার হার্মস ও তার দলের তিনজন সদস্য নিহত হন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে প্যারাগুয়ের ভাইস-প্রেসিডেন্ট পেড্রো আলিয়ানা বলেছেন, ‘আমাদের সহকর্মী, বন্ধু এবং স্বপ্নের ভাই ওয়াল্টার হার্মসের মৃত্যুর দুঃখজনক সংবাদটি আমি গভীর বেদনার সাথে জানাচ্ছি।’

সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে একটি মাঠে বিমানের জ্বলন্ত ধ্বংসাবশেষ দেখা গেছে।

পুলিশ রিপোর্ট অনুযায়ী, বিমান উড্ডয়নের সময় একটি গাছে ধাক্কা খায় এবং মাটিতে পড়ার সময় আগুন ধরে যায়।

সর্বশেষ

পাঠকপ্রিয়