ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

তানজানিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৬৩

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ৫ ডিসেম্বর ২০২৩  
তানজানিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৬৩

আফ্রিকার দেশ তানজানিয়ায় বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬৩ জন দাঁড়িয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া সোমবার টেলিভিশনে বলেছেন, আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৬ জন। তিনি আরো জানান, ভূমিধসে একটি গ্রামের অর্ধেক ধ্বংস হয়ে গেছে। এর আগে স্থানীয় কর্মকর্তারা বলেছিলেন, উত্তর তানজানিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৪৭ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এখানে আমাদের সঙ্গীদের লাশের সামনে আছি। ৬৩ প্রিয়জনকে হারিয়েছি আমরা। তাদের মধ্যে ২৩ জন পুরুষ এবং ৪০ জন নারী।’

উত্তর তানজানিয়ার হানাং জেলা গত শনিবার প্রবল বৃষ্টিপাত ও বন্যার কারণে ভূমিধসের কবলে পড়ে। নিহতরা সবাই হানাং জেলার বাসিন্দা। 

রাষ্ট্রপতির কার্যালয়ের মুখপাত্র জুহুরা ইউনুস বলেছেন, বন্যা ও ভূমিধসের কারণে ১ হাজার ১৫০টি পরিবারের ৫ হাজার ৬০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৭৫০ একর কৃষিজমি ধ্বংস হয়েছে। 

তাজানিয়া সরকার জানিয়েছে, উত্তরাঞ্চলীয় হানাং জেলায় ৪০০ উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। 

বন্যায় তানজানিয়ায় প্রতি বছর অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়। চলতি বছর পূর্ব আফ্রিকার দেশগুলোতে বন্যা  ও ভূমিধসের কারণে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।

/ফিরোজ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়