ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফ্রান্সে শিক্ষকের শিরশ্ছেদের ঘটনায় দোষী সাব্যস্ত ৬ কিশোর

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ৯ ডিসেম্বর ২০২৩  
ফ্রান্সে শিক্ষকের শিরশ্ছেদের ঘটনায় দোষী সাব্যস্ত ৬ কিশোর

২০২০ সালে ফ্রান্সের একটি স্কুলের ইতিহাসের শিক্ষক স্যামুয়েল প্যাটির শিরশ্ছেদের ঘটনায় ছয় কিশোরকে দোষী সাব্যস্ত করেছে দেশটির আদালত। শুক্রবার এ রায় দেওয়া হয়েছে।

২০২০ সালে প্যাটি মত প্রকাশের স্বাধীনতার উপর একটি ক্লাসে ইসলামের নবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছিলেন। এ ঘটনা কিছু মুসলিম পিতামাতাকে ক্ষুব্ধ করেছিল। পরবর্তীতে প্যাটিকে গলা কেটে হত্যা করা হয়।

আরো পড়ুন:

রয়টার্স জানিয়েছে, বিচারাধীন ছয়জনের মধ্যে একজন কিশোরী ছিল। ওই কিশোরী তার বাবা-মাকে বলেছিল যে, প্যাটি ব্যঙ্গচিত্র দেখানোর আগে মুসলিম ছাত্রদের ক্লাস ছেড়ে চলে যেতে বলেছিল। আদালত তাকে মিথ্যা অভিযোগের উত্থাপন এবং কুৎসা রটনার জন্য দোষী সাব্যস্ত করেছে। কারণ এটি প্রতিষ্ঠিত হয়েছিল যে, ওই কিশোরী তখন ক্লাসে ছিল না।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়