ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কবি দেবারতি মিত্র আর নেই

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৪, ১১ জানুয়ারি ২০২৪  
কবি দেবারতি মিত্র আর নেই

দেবারতি মিত্র। ছবি: সংগৃহীত

প্রয়াত হলেন কবি দেবারতি মিত্র। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত ৩টায় কলকাতার বাসভবনে মৃত্যু হয় তার। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

তিনি বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন বলে জানা গেছে।

আরো পড়ুন:

দেবারতির জন্ম ১৯৪৬ সালে কলকাতায়। পড়াশোনা কলকাতা বিশ্ববিদ্যালয় এবং পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তার প্রথম কাব্যগ্রন্থ ‘অন্ধস্কুলে ঘণ্টা বাজে’ প্রকাশিত হয় ১৯৭১ সালে। প্রকাশের সঙ্গে সঙ্গেই কবিতা জগতের নজর কেড়ে নেয় তার স্বতন্ত্র কাব্যভাষা এবং কাব্যবিষয়। নারীমনের গহীনের অনুভবকে তিনি আজীবনের লেখায় তুলে ধরেছেন ‘আমার পুতুল, ‘যুবকের স্নান’, ‘ভূতেরা ও খুকি’, ‘তুন্নুর কম্পিউটার’, ‘থঙহোয়া ফুল সাদা’ প্রভৃতি কাব্যগ্রন্থে।

লিখেছেন আত্মজৈবনিক এবং কবিতা বিষয়ক গদ্যও। ‘জীবনের অন্যান্য ও কবিতা’ তার গদ্যগ্রন্থ। প্রকৃতিতে নিভৃতচারিণী দেবারতি এড়িয়ে চলতেন সভাসমিতি। স্বামী মণীন্দ্র গুপ্তও ছিলেন খ্যাতনামা কবি। তিনি প্রয়াত হয়েছেন ২০১৮ সালে।

সারা জীবনে বেশকিছু গুরুত্বপূর্ণ পুরস্কার এবং সম্মান পেয়েছেন দেবারতি। তার মধ্যে, ‘কৃত্তিবাস পুরস্কার’, ‘আনন্দ পুরস্কার’ ও ‘রবীন্দ্র স্মৃতি পুরস্কার’ অন্যতম।

সূত্র: আনন্দবাজার

/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়