আমার স্মৃতিশক্তি ঠিক আছে: বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি তদন্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, তার স্মৃতি এখনও ঠিক আছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া করেছেন।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের বিশেষ কাউন্সেল রবার্ট হুর এক প্রতিবেদনে বলেছেন, বাইডেন ভাইস-প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করার পরে আফগানিস্তানে সামরিক এবং পররাষ্ট্র নীতি সম্পর্কিত শ্রেণীবদ্ধ নথিগুলি ভুলভাবে রেখেছিলেন। ৩৪৫ পৃষ্ঠার এই প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেনের স্মৃতির ‘উল্লেখযোগ্য সীমাবদ্ধতা’ রয়েছে।
৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধের কয়েক দিন পর তদন্তের জন্য পাঁচ ঘন্টা বাইডেনকে সাক্ষাৎকার দিতে হয়েছিল রবার্ট হুরকে। ওই সময় বাইডেনকে যেসব প্রশ্ন করা হয়েছিল, তার মধ্যে তিনি অনেক বিষয়য়ে স্মৃতিচারণ করতে পারেননি। তিনি কবে ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং কবে তার ছেলে বিউ মারা গিয়েছে সেই বিষয়েটি তিনি মনে করতে পারেননি।
প্রতিবেদন প্রকাশের পর বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘আমার স্মৃতিশক্তি সম্পূর্ণ ঠিক আছে।’
ঢাকা/শাহেদ