ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরানে জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর ১০ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ৪ এপ্রিল ২০২৪  
ইরানে জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর ১০ সদস্য নিহত

ইরানে পাকিস্তান সীমান্তের কাছে জঙ্গি হামলায় ১০ ইরানি নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

গত বছরের ডিসেম্বরে এই সিস্তান-বেলুচিস্তান প্রদেশেই জঙ্গি হামলায় ৯ ইরানি নিহত হয়েছিল। পরে এই ঘটনায় পাকিস্তানের সঙ্গে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। 

আরো পড়ুন:

বৃহস্পতিবার সরকারি টেলিভিশন বলেছে, ‘সন্ত্রাসী হামলায় নিরাপত্তা বাহিনীর ১০ সদস্য নিহত হয়েছে।’

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী মজিদ মিরাহমাদি জানিয়েছিলেন, রাস্কের একটি নিরাপত্তা চৌকি এবং চাবাহারে একটি পুলিশ পোস্টে দুই রাতের হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এবং পুলিশের পাঁচ সদস্য নিহত হয়েছে।

তিনি বলেন, ‘সন্ত্রাসীরা সামরিক চৌকি দখলের পরিকল্পনা করেছিল। তবে তাদের সবাই নিহত হয়েছে।’

মজিদ জানান, হামলাকারীরা বিদেশি। তবে তাদের পরিচয় বা জাতীয়তা প্রকাশ করেননি তিনি।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়