ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদের দিনে ইসরায়েলি হামলায় নিহত ১২২ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ১০ এপ্রিল ২০২৪   আপডেট: ২১:৩৭, ১০ এপ্রিল ২০২৪
ঈদের দিনে ইসরায়েলি হামলায় নিহত ১২২ ফিলিস্তিনি

ঈদের দিনটিও ফিলিস্তিনিদের জন্য শোকের দিনে পরিণত হয়েছে। বুধবার গাজায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছে ১২২ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ছে ইসরায়েলি বাহিনী। এসব ঘটনায় নিহত হয়েছে ১২২ জন এবং আহত হয়েছে আরও ৫৬ জন। এতে উপত্যকায় নিহতের সংখ্যা ৩৩ ৪৮২ জন এবং আহতের সংখ্যা ৭৬ হাজার ৪৯ জন পৌঁছেছে। তবে নিহতের সংখ্যা এরচেয়ে বেশি হতে পারে। কারণ এখনও পর্যন্ত আট হাজার লোক নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে এর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

আরো পড়ুন:

আল-জাজিরা অনলাইন জানিয়েছে, ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় নিহত হয়েছে ১৪ হাজার ৫০০ শিশু, ৯ হাজার ৫০০ নারী।

ইসরায়েলি বাহিনীর দাবি, তারা অক্টোবর থেকে এ পর্যন্ত ১২ হাজার ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়