ঢাকা     রোববার   ০৩ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ১৯ ১৪৩১

জার্মানির বিরুদ্ধে ৫ ফিলিস্তিনির মামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৩, ১২ এপ্রিল ২০২৪  
জার্মানির বিরুদ্ধে ৫ ফিলিস্তিনির মামলা

ইসরায়েলে অস্ত্র সরবরাহের জন্য জার্মান সরকারের বিরুদ্ধে মামলা করেছে পাঁচ ফিলিস্তিনি। গাজায়  বসবাসরত ওই ফিলিস্তিনিরা বার্লিনে তাদের প্রতিনিধির মাধ্যমে এই মামলা করেছে।

শুক্রবার পাঁচ ফিলিস্তিনির প্রতিনিধিত্বকারী বেসরকারি সংস্থা ইউরোপিয়ান সেন্টার ফর কনস্টিটিউশনাল অ্যান্ড হিউম্যান রাইটস এক বিবৃতিতে বলেছে, অভিযোগের মাধ্যমে ‘ইসরায়েলে অস্ত্র সরবরাহের জন্য জার্মান সরকারের জারি করা রপ্তানি লাইসেন্স প্রত্যাহার’ চাওয়া হয়েছে।

বার্লিনের প্রশাসনিক আদালতের একজন মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে তারা অভিযোগটি পেয়েছে। এই পাঁচজন বাদী রাফাহসহ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বসবাস করেন।

আরো পড়ুন:

ওই মুখপাত্র বলেছেন, ফিলিস্তিনিরা ‘অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র সরবরাহের অনুমোদনকে চ্যালেঞ্জ করছে’ এবং ‘যেগুলো এখনও অনুমোদিত হয়নি সেগুলোর সরবরাহ বন্ধ করতে চাইছে।’

তিনি জানান, অভিযোগটি অর্থ মন্ত্রণালয়ের বিরুদ্ধে নির্দেশিত হয়েছে, যার প্রতিক্রিয়া জানাতে এখন দুই সপ্তাহ সময় আছে।

বাদীরা জানান, বার্লিন ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা কনভেনশনসহ আন্তর্জাতিক আইনের অধীনে তার বাধ্যবাধকতা পূরণ করতে ব্যর্থ হচ্ছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়