ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজায় নিহতের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৭, ১২ মে ২০২৪   আপডেট: ২১:১৮, ১২ মে ২০২৪
গাজায় নিহতের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে

গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের ফলে নিহত মানুষের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে। রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ৬৩ জন নিহত হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ হাজার ৩৪-এ পৌঁছেছে। নিহতের অধিকাংশই বেসামরিক নাগরিক। আবার এদের বড় একটি অংশ নারী ও শিশু।

আরো পড়ুন:

মন্ত্রণালয় আরও জানিয়েছে, একই সময় আরও ১১৪ জন আহত হয়েছেন। এতে ৭ অক্টোবর থেকে মোট আহতের সংখ্যা ৭৮ হাজার ৭৫৫তে পৌঁছেছে।

গত সপ্তাহে ইসরায়েল রাফাহতে স্থল অভিযান শুরু করেছে। ইসরায়েলের হামলার হাত থেকে বাঁচতে ইতিমধ্যে প্রায় তিন লাখ মানুষ রাফাহ ছেড়ে পালিয়েছে। হামলা তীব্র হওয়ায় প্রতিদিনই নিহত ও আহত ফিলিস্তিনিদের সংখ্যা বাড়ছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়