ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রিটেনের প্রথম নারী অর্থমন্ত্রী হলেন র‌্যাচেল রিভস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৭, ৫ জুলাই ২০২৪  
ব্রিটেনের প্রথম নারী অর্থমন্ত্রী হলেন র‌্যাচেল রিভস

ব্রিটেনের প্রথম নারী অর্থমন্ত্রী হলেন র‌্যাচেল রিভস। শুক্রবার (৫ জুলাই) নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাকে নিয়োগ দিয়েছেন।

র‌্যাচেল রিভস সাবেক শিশু দাবা চ্যাম্পিয়ন। তিনি ব্যাংক অব ইংল্যান্ডের অর্থনীতিবিদ ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী

আরো পড়ুন:

নিয়োগের পর রিভস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘এটা আমার জীবনের সম্মানের বিষয় যে আমি রাজকোষের চ্যান্সেলর নিযুক্ত হয়েছি। আজ এটি (টুইট) পড়া প্রত্যেক তরুণী ও নারী দেখিয়ে দিন, আপনাদের উচ্চাকাঙ্ক্ষার কোনও সীমা থাকা উচিত নয়।’

এবারের নির্বাচনে লেবার পার্টির কাছে ভরাডুবি হয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির। দলটি এবার তাদের ইশতেহারের কেন্দ্রবিন্দুতে রেখেছিল অর্থনীতি। প্রবৃদ্ধি এবং সম্পদ সৃষ্টিকে সরকারের মূল অগ্রাধিকার  দেওয়া হয়েছিল। শুক্রবারই নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পেয়েছেন লেবার পার্টির নেতা স্টারমার। 

তার পোস্টে রিভস আরও লিখেছেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল লেবার পার্টির লক্ষ্য। এটি এখন একটি জাতীয় মিশন। আসুন কাজ শুরু করি।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়