ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩১

বেসামরিক ফিলিস্তিনিদের গুলি করছে ইসরায়েলি স্নাইপাররা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ১১ জুলাই ২০২৪   আপডেট: ১৭:১৮, ১১ জুলাই ২০২৪
বেসামরিক ফিলিস্তিনিদের গুলি করছে ইসরায়েলি স্নাইপাররা

বেসামরিক ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করছে ইসরায়েলি স্নাইপাররা। বৃহস্পতিবার (১১ জুলাই) স্থানীয়দের বরাত দিয়ে আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

এক ফিলিস্তিনি নারী আল জাজিরাকে জানিয়েছেন, তিনি গাজা শহরের শুজাইয়া পাড়ার ইয়ারমুক স্টেডিয়ামের মধ্য দিয়ে যেতে চেয়েছিলেন। তাকে বলা হয়েছে রাস্তায় ফিলিস্তিনিদের মৃতদেহ রয়েছে যাদের ইসরায়েলি স্নাইপাররা গুলি করেছে।

তিনি বলেন, ‘আমরা অন্তত মৃতদেহ নিতে প্যারামেডিক ও অগ্নিনির্বাপকদের কাছে সাহায্য চাইতে এসেছি যাতে লাশগুলো রাস্তায় না থাকে। রাস্তা থেকে উদ্ধার না করলে লাশ কুকুর খেয়ে ফেলবে। তাদের কবর দেওয়া দরকার।’

আরো পড়ুন:

ওই এলাকার আরেক ব্যক্তি জানান, প্যারামেডিকরা মরদেহের কাছে পৌঁছাতে পারেনি।

তিনি বলেন, ‘তারা আমাদের বলেছে যে তাদের মৃতদেহ উদ্ধারের নির্দেশনা ছিল না এবং যে কেউ মৃতদেহের কাছে যাবে তাকে সরাসরি গুলি করা হবে।’

একাধিক ব্যক্তি জানিয়েছেন, তারা রাস্তায় হাঁটতে থাকা এক ব্যক্তির মাথায় গুলি করতে দেখেছেন। পরে বেশ কয়েকজন লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়