ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবার ইসরায়েলকে হিজবুল্লাহর পক্ষে হুমকি দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৬, ২৯ জুলাই ২০২৪   আপডেট: ২২:৪১, ২৯ জুলাই ২০২৪
এবার ইসরায়েলকে হিজবুল্লাহর পক্ষে হুমকি দিলো ইরান

লেবাননের হিজবুল্লাহর পক্ষে এবার মাঠে নেমেছে ইরান। ইসরায়েল যদি লেবাননের ওপর হামলা চালায় তাহলে তাদের চরম পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে তেহরান। সোমবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোনে আলাপকালে এই হুমকি দিয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

শনিবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলায় শিশুসহ ১২ জন নিহত হয়েছে। হামলায় আহত হয়েছে আরও অন্তত ১৩ জন। এ হামলার জন্য লেবাননের হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গোলান মালভূমিতে প্রাণঘাতী হামলার জন্য দায়ীদেরকে ‘কঠোর’ জবাব দেওয়া হবে।

আরো পড়ুন:

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননে যেকোনো সম্ভাব্য ইসরায়েলি হামলা ‘ইসরায়েলের জন্য গুরুতর পরিণতি বয়ে আনবে।’

ইরানি প্রেসিডেন্ট প্যারিসের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইচ্ছুক উল্লেখ করে বলেছেন, ‘আমরা পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে ফ্রান্সের সাথে আমাদের সম্পর্ক উন্নত করতে ইচ্ছুক।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়