ইসরায়েলের ওপর প্রতিশোধ নিতে মিত্রদের সঙ্গে বৈঠক করবে ইরান

তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য প্রতিশোধ নিয়ে আলোচনা করতে শীর্ষ ইরানি কর্মকর্তারা বৃহস্পতিবার লেবানন, ইরাক এবং ইয়েমেনের ইরানের আঞ্চলিক মিত্রদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাঁচটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
বুধবার তেহরানে ইসমাইল হানিয়াহের হত্যা এবং মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর সিনিয়র কমান্ডারকে হত্যার পর ইসরায়েলের সঙ্গে ইরান ও মধ্যপ্রাচ্যে এর মিত্রদের বিস্তৃত সংঘাতের ঝুঁকির সম্মুখীন হয়েছে।
সূত্র জানিয়েছে, ইরানের ফিলিস্তিনি মিত্র হামাস ও ইসলামিক জিহাদের প্রতিনিধিরা, সেইসাথে ইয়েমেনের তেহরান সমর্থিত হুথি আন্দোলন, লেবাননের হিজবুল্লাহ এবং ইরাকি প্রতিরোধ গোষ্ঠী তেহরানে বৈঠকে অংশ নেবেন।
এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘ইরান এবং প্রতিরোধের সদস্যরা তেহরানে বৈঠকের পর ইহুদিবাদী শাসকদের (ইসরায়েল) বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সর্বোত্তম এবং সবচেয়ে কার্যকর উপায় খুঁজে বের করার জন্য একটি পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন পরিচালনা করবে।
ইরানের আরেক কর্মকর্তা জানিয়েছেন, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ডের সিনিয়র সদস্যরা বৈঠকে অংশ নেবেন।
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাকেরি বৃহস্পতিবার রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, ‘ইরান ও প্রতিরোধ ফ্রন্ট কীভাবে প্রতিক্রিয়া জানাবে তা বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে... এটি অবশ্যই ঘটবে এবং ইহুদিবাদী সরকার (ইসরায়েল) নিঃসন্দেহে এর জন্য অনুশোচনা করবে।’
ঢাকা/শাহেদ