ঢাকা     শনিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩০ ১৪৩১

হানিয়া হত্যার পুরো দায় ইসরায়েলের: ওআইসি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৫, ৮ আগস্ট ২০২৪   আপডেট: ১৪:১৯, ৮ আগস্ট ২০২৪
হানিয়া হত্যার পুরো দায় ইসরায়েলের: ওআইসি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। সম্প্রতি তেহরানে গুপ্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন হানিয়া। তারপর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে।

বুধবার (আগস্ট) সৌদি আরবে বিশেষ বৈঠকের পর ওআইসি বিবৃতিতে জানায়, তারা এই জঘন্য হামলার জন্য সম্পূর্ণরূপে ইসরায়েলকে দায়ী করছে। সংস্থাটি ওই হামলাকে ইরানের সার্বভৌমত্বের ‘গুরুতর লঙ্ঘন’ বলেও আখ্যায়িত করেছে।

ওআইসির সভাপতি দেশ গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদোউ তানগারা বলেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের মাটিতে একজন রাজনৈতিক নেতাকে হত্যার মাধ্যমে দেশটির সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করা হয়েছে। এটি এমন এক কাজ, যা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার কোনো সুযোগ নেই।’

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘এই জঘন্য হত্যাকাণ্ডের মাধ্যমে বিদ্যমান উত্তেজনা আরও বাড়তে পারে এবং এটা ওই অঞ্চলকে বিস্তৃত সংঘাতের দিকে নিয়ে যেতে পারে।’

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়া গত সপ্তাহে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে যান। সেখানেই তিনি গুপ্ত হত্যার স্বীকার হন।

ইরান এই ঘটনায় ইসরায়েলকে দায়ী করে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। হামাস ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহও হানিয়া হত্যার প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে।

সৌদি আরবের জেদ্দা নগরীতে ওআইসির বৈঠক অনুষ্ঠিত হয়। ইরান ও ফিলিস্তিনের আহ্বানে বিশেষ এ বৈঠকে বসেন ওআইসির ৫৭টি সদস্য দেশের প্রতিনিধিরা।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়