ঢাকা     বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণ করছে ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৯, ৯ আগস্ট ২০২৪   আপডেট: ২৩:১৪, ৯ আগস্ট ২০২৪
কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণ করছে ইসরায়েলি বাহিনী

ফিলিস্তিনিদের কারাগারের ভিতরে ইসরায়েল নির্যাতন করছে সেই অভিযোগ পুরোনো হয়ে গেছে। এবার ইসরায়েলের কারাগারে এক পুরুষ বন্দিকে ধর্ষণের ভিডিও প্রকাশ্যে এসেছে। ইসরায়েলের একটি টিভি চ্যানেলে সিসিটিভি থেকে পাওয়া ওই ফুটেজ প্রচারিত হয়েছে। 

ভিডিওতে দেখা গেছে, এসডিই তেমান ঘাঁটির কারাগার চত্বরের একটি কোনায় নিয়ে গিয়ে বন্দিকে ধর্ষণ করছে এক দল সেনা। ধর্ষকদের শিল্ড বা বর্ম দিয়ে আড়াল করে রেখেছে অন্য সেনারা।

গত মাসের শেষের দিকে এরকমই একটি ধর্ষণের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল ইসরায়েলি বাহিনী। তার নিষ্পত্তি এখনও হয়নি। ৯ সেনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছিল। এ ঘটনায় কিছু অতি-কট্টরপন্থি ইসরায়েলি সংগঠন বিক্ষোভ দেখানো শুরু করে। এই সংগঠনগুরোর কয়েকটি আবার সরকার-ঘনিষ্ঠ। অভিযুক্ত সেনাদের মধ্যে তিন জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘আমরা ভিডিওটি দেখেছি। যৌন নির্যাতনের অভিযোগ সম্পর্কে জানি। ভয়ানক ঘটনা। বন্দিদেরও মানবাধিকার রয়েছে। তা খর্ব করা যায় না। সেনারা যদি এ ধরনের কাজ করে, তা হলে ইসরায়েল সরকারের উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। তদন্ত করে দেখা উচিত কারা এই কাজ করেছে। দোষীদের শাস্তি দেওয়া উচিত।’

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়